২৯ অক্টোবর ২০২৫

তালেবানের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক»

আফগানিস্তানের সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।  

তালেবান, আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর সেখানে নারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে যাওয়ায় ‘বিশেষভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

গুতেরেস বলেন, ‘আমি অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি, যাতে সকল আফগানদের অধিকারকে সম্মান করা হয়, সেই সাথে আফগানিস্তানকে সমস্ত আন্তর্জাতিক চুক্তি মেনে চলার জন্য বলছি।‘

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘আফগান নারীদের কষ্টার্জিত অধিকারগুলো রক্ষা করা অপরিহার্য। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের দিকে তাকিয়ে আছে। যে সম্প্রদায় তাদের আশ্বাস দিয়েছিল সুযোগ সম্প্রসারিত হবে, শিক্ষা নিশ্চিত হবে, স্বাধীনতার দ্বার উন্মোচিত হবে, এবং অধিকার সুরক্ষিত হবে।‘

আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে একথা বলেন গুতেরেস।

বৈঠকে, তালেবানের পূর্বের শাসনকাল (১৯৯৬-২০০১) এর অবস্থা সম্পর্কে উল্লেখ করা হয়। সে সময় নারীরা কাজ করতে পারত না, মেয়েদের স্কুলে যেতে দেওয়া হত না এবং নারীদের তাদের মুখ ঢেকে রাখতে হতো এবং বাড়ির বাইরে যেতে চাইলে তাদের একজন পুরুষ আত্মীয়ের সঙ্গে থাকতে হতো।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড কাউন্সিলকে বলেন, ‘সব আফগান নাগরিক, বিশেষ করে নারী এবং সংখ্যালঘু গোষ্ঠীর সদস্যদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে সম্মান করতে হবে।‘

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন