২৫ অক্টোবর ২০২৫

তাহেরীর মামলা প্রত্যাহার না করলে অবরোধের হুঁশিয়ারি ইসলামী ফ্রন্টের

ইসলামি বক্তা আলোচিত মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার না করলে সর্বস্তরের সুন্নি জনতার সমন্বয়ে সারাদেশে রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ফ্রন্টের মজলিসে সূরা সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে ‘সর্বস্তরের সুন্নি জনতা’র ব্যানারে চট্টগ্রাম নগরের মুরাদপুর ১ নম্বর রেলগেটে অবস্থান কর্মসূচিতে , শত শত তাহেরী ভক্তের অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন ইসলামী ফ্রন্টের নেতা।

ইসলামী ফ্রন্টের নেতা আমান উল্লাহ আমান সমরকন্দী বলেন, ‘তাহেরীর বিরুদ্ধে যে মামলা হয়েছে; সেটা একটা ষড়যন্ত্রমূলক মামলা। এ মামলার কোনো ভিত্তি নেই। তাহেরী পালিয়ে যায়নি, তিনি বাংলাদেশের সন্তান। তাহেরী প্রতিদিন মাহফিল করছেন। প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে— তাহেরী বিল দিয়ে পালিয়েছে। কিন্তু যেই সময়ে উনার তকরীর পেশ করার কথা; যথাসময়ে তিনি বীরের বেশে মঞ্চে ওঠেছেন। এটা শুনা কথা নয়; আমরা স্বশরীরের মাহফিলে উপস্থিতি ছিলাম, আমরাই আয়োজক ছিলাম। মাহফিলে তিনি এসেছেন, দীর্ঘক্ষণ তকরীর করেছেন, আবার সন্দুরভাবে বিদায় নিয়েছেন। জানিয়ে তিনি চাই— লাখ লাখ মানুষের সমাগম; সেদিন দক্ষিণ চট্টলার বুক কাঁপিয়ে তুলেছেন। সবাই আওয়াজ দিয়েছে— তাহেরীর মিথ্যা মামলা প্রত্যাহার চাই।’

তিনি আরো বলেন, ‘যারা অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছেন এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অনতিবিলম্বে একটা দ্রুত মেসেজ পাঠান যে, বাংলাদেশের আরেকটি অশান্ত পরিবেশ সৃষ্টি না হওয়ার আগে মুফতি তাহেরীর বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়।’ অন্যথায় সর্বস্তরের সুন্নিজনতা মাঠে নামবে এবং সারাদেশে রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধের হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় অন্য বক্তারা আরো বলেন, ‘একটি মহল দেশকে অস্থির করতে চায়। তাই তো জনপ্রিয় সুন্নি বক্তা আল্লামা তাহেরীর বিরুদ্ধে মামলা করে সুন্নি সমাজকে উস্কানি দেওয়া হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় চরম খেসারত দিতে হবে।’

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর উসকানিতে পুলিশের ওপর হামলার অভিযোগে তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। ইতোমধ্যে এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। নিজের গ্রেফতার এড়াতে বিল দিয়ে পালিয়ে যান তারা।

আরও পড়ুন