চবি প্রতিনিধি »
দীর্ঘ তিন বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। এদিকে পূর্ণাঙ্গ কমিটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চবি ছাত্রলীগের কর্মীরা।
রোববার (৩১ জুলাই) দিবাগত মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। গভীর রাতে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে দুটি ইউনিটের কমিটির তালিকা প্রকাশ করে সংগঠনটি। এতে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্যের স্বাক্ষর রয়েছে।
চবির কমিটিতে সভাপতি ছিলেন রেজাউল হক রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সাথে ৬৯ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১১ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।
সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিএফসি উপপক্ষের মো. আল-আমিন রিমন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাজু মুন্সী। তিনি সিক্সটি নাইন গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত।
সহ সভাপতি পদে আরও রয়েছেন নাসির উদ্দিন সুমন, প্রদীপ চক্রবর্তী দূর্জয়, নাজমুল হাসান সানি, রকিবুল হাসান দিনার, প্রীতম কর, মুজিবুর রহমান মুজিব, শায়ন দাস গুপ্ত, আবু বকর তোহা, মুহাম্মদ আবদুল মবিন, মইনুল ইসলাম রাসেল, মির্জা খবির সাদাফ, খালেদ মাসুদ রনিসহ ৬৯জন ।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজু মুন্সীসহ দশজন। তারা হলেন— আবদুল্লাহ আল নাহিয়ান রাফি, সাইদুল ইসলাম সাঈদ, মো. ইলিয়াস, শামসুজ্জামান চৌধুরী সম্রাট, আবু সাইদ মারজান, মারুফ ইসলাম, আরমানুল হক চৌধুরী হৃদয়, আহসান হাবিব সোপান, রানা খান ও শামীমা সীমা।
এদিকে পূর্ণাঙ্গ কমিটিতে পদ কেনাবেচা হয়েছে বলে অভিযোগ করেছেন চবি ছাত্রলীগের উপপক্ষ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার এবং বিজয়ের একাংশের নেতাকর্মীরা। কমিটিতে অযোগ্য কর্মীদের রাখা হয়েছে অভিযোগ করে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা।
প্রসঙ্গত,২০১৯ সালের ১৪ জুলাই চবি শাখা ছাত্রলীগের দুই সদস্যর কমিটি ঘোষণা করা হয়। তিন বছরের বেশি সময় পর বর্তমান কমিটি পূর্ণাঙ্গ করা হলো।
বাংলাধারা/ এসএস













