বাংলাধারা ডেস্ক »
তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে মহাপরিচালক পদে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তারা হলেন- মো. আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন।
নতুন এই তিনজনকে নিয়ে দুদকের মহাপরিচালক পদে আছেন আটজন। একই সঙ্গে ছয় কর্মকর্তাকে পরিচালক এবং অপর আট কর্মকর্তাকে উপপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দুদকের সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষরে কর্মকর্তাদের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।
মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া মো. আক্তার হোসেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ছিলেন। অন্য দুজন মীর মো. জয়নুল আবেদীন দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (পর্যবেক্ষণ ও বিশারদ এবং গোয়েন্দা ইউনিট) ও সৈয়দ ইকবাল হোসেন পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) ছিলেন। এই তিন কর্মকর্তা জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোয় যোগ দিয়েছিলেন। ২০১৫ সালের নভেম্বরে তাঁরা পরিচালক পদে পদোন্নতি পান। প্রায় ২৭ বছর ধরে তাঁরা দুদকের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
দীর্ঘদিন ধরে পদোন্নতি হচ্ছিল না। বর্তমান কমিশন তাঁদের পদোন্নতি দিল। এর আগে দুদকের নিজস্ব জনবল থেকে একজন মহাপরিচালক হয়েছিলেন। নতুন করে এই তিনজন মহাপরিচালক হলেন।













