বাংলাধারা প্রতিবেদক »
সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির স্ত্রী সানোয়ারা বেগমের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সোমবার (৯ মে) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত যমুনা ব্যাংকের দায়ের করা তিনটি মামলায় এ আদেশ দেন। এছাড়াও তার বিরুদ্ধে ঢাকা ব্যাংক খাতুনগঞ্জ শাখার ঋণখেলাপির আরও দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, সানোয়ারা গ্রুপের তিন প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা প্রায় ১০০ কোটি টাকা। সানোয়ারা বেগম এই তিন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। যমুনা ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় সানোয়ারা বেগমের তিন প্রতিষ্ঠান ইউনিপ্যাক সানোয়ারা, সানোয়ারা ডেইরি ফুডস ও সানোয়ারা ডেইরি অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নামে ঋণপত্র (এলসি) খুলে বিদেশ থেকে দেশে পণ্য আনলেও ঋণপত্রের দায় শোধ করা হয়নি।
ঋণপত্রের ঋণ ফোর্সড ঋণে পরিণত হলে তিন প্রতিষ্ঠানই খেলাপি হয়ে পড়ে। ব্যাংক থেকে দফায় দফায় যোগাযোগের পরও প্রতিষ্ঠানগুলো ঋণ পরিশোধ না করায় ব্যাংক আদালতের আশ্রয় নেয়। প্রতিষ্ঠান তিনটির কাছে সুদ ছাড়া ব্যাংকের পাওনা ৩২ কোটি টাকা। তবে সুদসহ পাওনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকা।
প্রসঙ্গত, ঋণখেলাপি হওয়ায় ঢাকা ব্যাংক খাতুনগঞ্জ শাখা আরও দুটি মামলা সিএমএম-১ আদালতে দায়ের করেছে। তারমধ্যে একটি হলো সানোয়ারা ডেইরি ফুডস-এর বিরুদ্ধে (সিআর নম্বর ৮২২/২০২২)। আরেকটি হলো ইউনিলাক সানোয়ারা লিমিটেড-এর বিরুদ্ধে (সিআর নম্বর ৮২২/২০২২)।
একসময় ব্যাংকগুলোর ব্যবসার জন্য চট্টগ্রাম খুব আকর্ষণীয় জায়গা ছিল। তবে ভোগ্যপণ্য ও জাহাজ খাতের ব্যবসায়ীদের কারণে চট্টগ্রামবিমুখ হয়ে পড়েছে অনেক ব্যাংক। কারণ, চট্টগ্রাম অঞ্চলে সব ব্যাংকের বড় অঙ্কের ঋণ খেলাপি হয়ে পড়েছে।













