৮ ডিসেম্বর ২০২৫

তিন স্বর্ণের দোকানে ডাকাতি মামলার আসামী ৫ বছর পর গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদন »

লক্ষ্মীপুরের কমলনগর থানার মুন্সিরহাট বাজারে তিনটি স্বর্ণের দোকানে ডাকাতি মামলার আসামী ওমর ফারুক মুন্সিকে ঘটনার পাঁচ বছর পর গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে গোয়েন্দা বিভাগে পরিদর্শক মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে একটি দল জেলা সদরের ঝুমুর হলের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ওমর ফারুক মুন্সি কমলনগর থানার চর মার্টিন এলাকার মৃত মৌলভী ছিদ্দিক উল্যহর পুত্র।

পরিদর্শক মোহম্মদ সোলাইমান জানান, ২০১৫ সালের ডিসেম্বরে মুন্সিরহাট বাজারে তিনটি স্বর্ণের দোকানে ডাকাতি করে প্রায় ৬৫ লাখ টাকার স্বর্ণালংকার লুটে নেয়ার মামলায় চার‌্যশিটভুক্ত আসামী ফারুক মুন্সির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিজ্ঞ আদালত। তবে রহস্যজনক কারণে গত পাঁচ বছরে সে গ্রেফতার হয়নি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝুমুর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও বিষ্ফোরক আইনে তিনটি মামলা রয়েছে বলে জানান জেলা পুলিশের এই চৌকষ কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন