নগরীর হালিশহরে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে রুপালি আক্তার (১৮) নামে এক গার্মেন্টস কর্মী ‘আত্মহত্যা’ করেছেন।
শুক্রবার(২৪ জুন) দিবাগত রাত ১টার দিকে ছোটপুলের আরজ আলী কলোনীতে এ ঘটনা ঘটে। সে একই এলাকার কামাল উদ্দিনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে রাতে ঘরের দরজা বন্ধ করে »ফ্যানের সাথে গলায় ফাঁস দেয় রুপালি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চমেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।