আন্তর্জাতিক ডেস্ক »
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা নগরীর একটি বাড়িতে অগ্নিকান্ডে কমপক্ষে নয়জন মারা গেছে। এদের মধ্যে আটজনই শিশু। বুধবার নগর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
বুধবার রাতে জরুরি টেলিফোন কলে সাড়া দিয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং লাশগুলো উদ্ধার করে। তারা সকলে এক পরিবারের সদস্য। তারা রাতে ঘুমিয়ে থাকার সময় বাড়িতে আগুন ধরে যায়।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মর্মান্তিক এ অগ্নিকান্ডের শিকার হওয়া পরিবারটি সিরীয়। নিহতদের মধ্যে ছয় ভাইবোন, তাদের মা ও দুই কাজিন রয়েছে। শিশুদের কারো বয়স ১১ বছরের বেশি না।
গভর্নরের দপ্তর জানায়, প্রাথমিক খবরে জানা গেছে পরিবারটি ঘুমিয়ে থাকার সময় স্টোভ হিটার থেকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। তবে এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে তদন্ত চলছে।
তুরস্কে প্রায় চার লাখ সিরীয় শরণার্থী রয়েছে। সিরিয়ায় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলায় তারা দেশ ছাড়ে।













