বাংলাধারা ডেস্ক »
তুরস্ক বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন উজবেকিস্তানের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
আগামী ২০ এপ্রিল মসয়ূদ মান্নানের অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা। তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করে চুক্তিতে এই নিয়োগ দেয়া হয়েছে।
অপর আদেশে মরিশাসের পোর্ট লুইস বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত মৌসুমী অয়েছকে এক বছরের পূর্ণ আর্থিক সুবিধাসহ চুক্তিতে একই কর্মস্থলে প্রথম সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ আদেশ কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













