২৫ অক্টোবর ২০২৫

তৃতীয় ডোজ নিয়েও করোনা আক্রান্ত গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক »

করোনা আক্রান্ত হয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে। তিনি করোনা আক্রান্ত এক কর্মকর্তার সংস্পর্শে এসেছিলেন।

মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি আইসোলেশনে আছেন। আগামী কয়েক দিন তাকে আইসোলেশনেই থাকতে হবে।

এএফপি জানিয়েছে, ৭২ বছর জাতিসংঘ মহাসচিবের আগামী কয়েক দিনের নির্ধারিত মুখোমুখি বৈঠক ও কর্মসূচি বাতিল করা হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ।

মাত্র কয়েক দিন আগে করোনা টিকার পূর্ণ ডোজ আগেই নিয়েছিলেন গুতেরেস। কিছুদিন আগেও টিকার তৃতীয় ডোজ (বুস্টার) নিয়েছে গুতারেস এমনই ইঙ্গিত দিয়েছেন ডুজারিক।

আরও পড়ুন