নিজস্ব প্রতিবেদক »
দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞার পর এবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মামলায় নুরজাহান গ্রুপের এমডি জহির আহম্মদকে এক বছরের কারাদণ্ড এবং ২ লক্ষ ৫০ হাজার টাকা অনাদায়ে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলমের আদালত এই আদেশ দিয়েছেন। বিষয়টি বাংলাধারাকে নিশ্চিত করেছেন বিএসটিআইয়ের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ খন্দকার।
আদালত সূত্রে জানা যায়, মেসার্স জাসমির সুপার অয়েলের ফর্টিফায়েড ভোজ্য তেলে নির্ধারিত মাত্রার তুলনায় কম পরিমাণে ভিটামিন-এ পাওয়ায় ২০১৯ সালের ২০ অক্টোবর মামলাটি দায়ের করে সরকারের মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। মামলাটি করেন বিএসটিআইয়ের সে সময়ের পরিদর্শক রাজীব দাশগুপ্ত।
মামলার রায়ে বিএসটিআইয়ের পিপি অ্যাডভোকেট আশরাফ খন্দকার সন্তোষ প্রকাশ করে বলেন, ‘মাননীয় আদালতের এ রায়ে আমরা খুশি। বিজ্ঞ আদালতের এই রায়ে ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্টানগুলোকে একটি বার্তা দেওয়া হলো।’
এর আগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ন্যাশনাল ব্যাংকের ১১৮ কোটি ৫০ লাখ টাকা ঋণ পরিশোধ না করায় নুরজাহান গ্রুপের এমডি জহির আহমদ রতনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।
বাংলাধারা/আরএইচআর













