আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার, ২৮ সেপ্টেম্বর তার পরিবারের এক সদস্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উনার শরীরটা ভালো না। উনি হাসপাতালে ভর্তি। উনার জন্য দোয়া করবেন।
কয়েক বছর ধরেই শারীরিক জটিলতায় ভুগছেন প্রবীণ এই রাজনীতিক। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে। হুইলচেয়ারে চলাফেরা করলেও নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
তোফায়েল আহমেদ ৯ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।