২৩ অক্টোবর ২০২৫

“তোমরা যতবার পাথর ছুড়বে, আমরা ততবার বুক পেতে দাঁড়াব”- চবিতে খান তালাত মাহমুদ রাফি

“তোমরা যতবার পাথর ছুড়বে, আমরা ততবার বুক পেতে দাঁড়াব”। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জিরো পয়েন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এমন মন্তব্য করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

পুরান ঢাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় শিক্ষার্থীরা জড়ো হন জিরো পয়েন্টে। সেখানে স্লোগান দেন ও প্রতিবাদ জানান।

পরে একটি বিক্ষোভ মিছিল শাহজালাল হল, আমানত হল, সোহরাওয়ার্দী হল প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে ফিরে আসে। সেখানে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন খান তালাত মাহমুদ রাফি এবং শিক্ষার্থীদের প্রতিবাদে দৃঢ় থাকার আহ্বান জানান।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন