১২ নভেম্বর ২০২৫

ত্রিপুরা জনগোষ্ঠীকে হত্যা, বান্দরবানে ‘কেএনএফ’র বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ

বান্দরবান প্রতিনিধি »

পাবর্ত্য চট্টগ্রামের রাঙামাটির বিলাইছড়িতে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট দ্বারা ৩ ত্রিপুরা জনগোষ্ঠীকে হত্যা এবং ২ শিশুকে গুলি করে আহত করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ জুলাই) সকালে বান্দরবান প্রেস ক্লাব চত্ত্বরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বান্দরবান শাখার আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন পেস্টুন ও ব্যানার হাতে নিয়ে নারী-পুরুষ ও শিশুরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা গত ২১ জুন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কর্তৃক বিলাইছড়ির সাইজাম পাড়ায় ৩ নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা ও দুই শিশুকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধন ও সমাবেশ শেষে বান্দরবান জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর ৭ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন, দোহা জলাই ত্রিপুরা, সত্যহা পাঞ্জি ত্রিপুরা, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাংবাদিক উজ্জল তঞ্চঙ্গ্যা, স্টিভ ত্রিপুরা, ওয়া তৈ ত্রিপুরা, নিরন তঞ্চঙ্গ্যা, সুরেশ ত্রিপুরা, মার্গারেট ত্রিপুরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ