১০ নভেম্বর ২০২৫

থাইল্যান্ড-মায়ানমার থেকে অবৈধ পথে আসছে গরু, আলীকদমে উদ্ধার ২৫

বান্দরবান প্রতিনিধি »

বান্দবানের আলীকদমে থাইল্যান্ড ও মায়ানমার থেকে চোরাই পথে নিয়ে আসা ২৫টি গরু উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম। তবে কোন চোরা কারবারিকে আটক করা যায়নি।

বুধবার (১৮ মে) সন্ধ্যায় নয়াপাড়া ইউনিয়নের বাবু পাড়া জিরো পয়েন্ট এলাকা থেকে অবৈধভাবে পাচার করা গরুগুলোকে আটক করা হয়।

উপজেলা প্রশাসন তথ্যমতে, গত এক সপ্তাহে টোল পয়েন্ট রসিদ বই অনুযায়ী ৪৪৭ টি থাইল্যান্ড ও মায়ানমারের গুরু পাচার করা হচ্ছে। পোয়ামুহুরী সীমান্ত হয়ে কক্সবাজার জেলাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার অবৈধভাবে গরুগুলো চোরাচালান করা হয়।

অন্যদিকে ইউনিয়ন পরিষদের টোল পয়েন্টে ইজারায় ধার্যকৃত টাকার চেয়ে অধিক টাকা আদায় করায় ইজারাদার ফরিদ আহাম্মদকে ৪০ হাজার টাকা জরিমানা করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরুবা ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অবৈধ চোরাই পথে থাইল্যান্ড ও মায়ানমার হতে গরু পাচার করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এমন গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে ২৫টি গরু আটক করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন সরকার জানান, অবৈধভাবে আসা গরুগুলোকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন