২৩ অক্টোবর ২০২৫

থানচিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, একজন নিহত, আহত ৩

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান-থানচি সড়কের জীবননগর পাহাড় থেকে ৩শ ফুট নিচে ইস্পাত বহনকারী একটি ট্রাক খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩ জন। তবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে বান্দরবানে সদর হাসপাতালে প্রেরণ করেন।

রোববার (২৯ মে) দুপুর সাড়ে ১২ টায় নীল দিগন্ত কেন্দ্র এলাকায় জীবননগর পাহাড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ব্যক্তির নাম মো. শাহেদ (২৭)। আর আহতরা হলেন- মো. ফরহাদ (২৩), মো. রেজওয়ানা (২৫) ও ট্রাকচালক আবদুল মজিদ (৫৫)।

স্থানীয় ও পুলিশ জানায়, কর্টেজ তৈরির জন্য ইস্পাতের সরঞ্জাম গাড়ি ভর্তি করে বান্দরবান থেকে থানচি উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় নীল দিগন্ত সংলগ্ন জীবননগর পাহাড় সড়কে রাস্তার মোড়ের নিয়ন্ত্রণ হারিয়ে ৩শ ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে চালকসহ ৩ জন গুরত্বর আহত ও মালামালদার ১ জন মারা যায়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, থানচির জীবননগর পাহাড়ে ঢালু রাস্তা মোড়ের আবারও ফের একটি মালবাহী ট্রাকের খাদে পড়ে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ একটি টিম পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে একই স্থানে পড়ে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পরে বুয়েটে কর্মচারী ৩ জন নিহত হন। ও আহত হয়েছেন আরো ৬ জন।

আরও পড়ুন