২৪ অক্টোবর ২০২৫

থানচিতে ম্যালেরিয়ায় প্রকোপ— আরও এক শিশুর মৃত্যু

বান্দরবান থানচিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে লেংরাই ম্রো নামে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুরে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মারা যায় শিশুটি। এর আগে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ২ জনসহ মোট তিন জন মারা গেছে।

নিহত লেংরাই ম্রো (৯) থানচি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাইথাং ম্রো পাড়ার ইংয়েন ম্রোর ছেলে।

জানা যায়, বর্ষাকাল শুরুর আগেই বান্দরবানের থানচির দুর্গম এলাকায় দেখা দিয়ে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব। নানা প্রতিকূলতায় রোগীরা পাচ্ছেন না জরুরি চিকিৎসা সেবা ও ওষুধ। দুর্গম এলাকায় যাতায়াত ব্যবস্থা সহজ না হওয়ায় ও মোবাইলের নেটওয়ার্ক না থাকায় প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন এই এলাকাগুলো। তবে তাদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, গত এক সপ্তাহে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৪০ জন স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে। অনেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। বাকিদের চিকিৎসা চলছে। উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৬৬ টি পাহাড়ে ক্ষুদ্রনৃগোষ্ঠি গ্রামকে ম্যালেরিয়া জোন হিসবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন