২৩ অক্টোবর ২০২৫

থানচির বলিবাজারে আগুনে পুড়ে ছাই ৫৩ দোকান

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবান থানচির বলিবাজারে ভয়াবহ আগুনে ৫৩ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২২ মার্চ) ভোরে এই আগুনের দুর্ঘটনা ঘটে। এতে আনুমানিক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, একটি চা দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৫৩ দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা থানচি ফায়ার সার্ভিসের জরুরি কল নম্বরে যোগাযোগ করলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারে পশ্চিম দিকে দু’তলা বিল্ডিং ও পূর্বে একতলা বিল্ডিং থাকায় বাকি দোকানগুলো আগুনের ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যায়।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল মনসুর বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এবং আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ব্যবসায়ীদের হিসাবে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

আরও পড়ুন