বাংলাধারা প্রতিবেদন »
থানায় জিডি করতে গিয়ে পুলিশ কর্মকর্তার মোবাইল চুরি করেছেন এক ব্যক্তি। পরে অভিযান চালিয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে এবং মোবাইলটি উদ্ধার করে।
বুধবার (২৬ নভেম্বর) নগরীর কোতোয়ালী থানায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার আব্দুর রহমানের (৬০) বাসা নগরীর ফিরিঙ্গীবাজার বংশাল রোড এলাকায়।
পুলিশ জানায়, বুধবার সকালে আব্দুর রহমানের (৬০) থানায় যান জাতীয় পরিচয়পত্র হারানোর জন্য সাধারণ ডায়েরি করতে। থানায় দায়িত্বরত এসআই শম্পা হাজারি জিডি লিখে দেওয়ার সময় আব্দুর রহমান কৌশলে থানার ডিউটি অফিসারের সরকারি নম্বর সংযোগকৃত মোবাইল সেটটি নিয়ে চলে যান। পরে সিসি ক্যামেরা দেখে ওই ব্যক্তিকে সনাক্ত করা হয়।
ওসি মোহাম্মদ মহসীন জানান, সনাক্তের পর অভিযানে নামে পুলিশ। সন্ধ্যায় ফিরিঙ্গী বাজার বংশাল রোড থেকে রহমানকে গ্রেফতার করা সম্ভব হয়। এসময় হারিয়ে যাওয়া মোবাইলটি তার কাছ থেকে উদ্ধার করা হয়।
এই ঘটনায় এসআই শম্পা হাজারি বাদী হয়ে মামলা করেছেন।
বাংলাধারা/এফএস/টিএম













