২৪ অক্টোবর ২০২৫

‌‘থানা হবে সাধারণ মানুষের ভরসার আশ্রয়স্থল’

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারে নবাগত পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেছেন, জেলার সকল থানা হবে সাধারণ মানুষের ভরসার আশ্রয়স্থল। কোন ধরনের পুলিশি হয়রানির চলবে না। কোন চাঁদাবাজি চলবে না হোটেল-মোটেল ও রিসোর্টে। সর্বোচ্চ পেশাদারিত্ব ও নির্মোহভাবে কাজ করবে জেলা পুলিশ। কোন সন্ত্রাসী থাকবেনা। সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ পেলে আইনি আর পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজারে কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার এসব কথা বলেছেন।

এসপি বলেন, কক্সবাজারে মাদকের ডামাডোল, এটা দেশের অলমোস্ট সবাই জানে। মাদক এবং চোরাচালান নিয়ন্ত্রণই হবে আমার অন্যতম মিশন। এটাকে শূন্যের কোটায় নিয়ে আসতে সকলের সহযোগিতায় একসঙ্গে কাজ করতে চাই। জেলার আইন-শৃঙ্খলা সুন্দর এবং স্বাভাবিক রাখাই আমাদের অন্যতম কাজ।

তিনি বলেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি থাকবে। পেশাদারিত্ব, দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে সর্বোচ্চ দায়িত্ব পালন করবে জেলা পুলিশ। প্রোএকটিভ পুলিশিং এর মাধ্যমে অপরাধীদের দমন করা হবে।

দায়িত্ব গ্রহণের পর আগামীর কর্মপরিকল্পনার কথা তুলে ধরে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, জমে থাকা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দেয়া আমার অন্যতম দায়িত্ব হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা। কে কোন ধরনের অপরাধে জড়িত, কারা মানব পাচার করছে কিংবা কারা উগ্রবাদীতার দিকে ধাবিত হচ্ছে, আপনারা অবগত। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি পিছপা হব না। দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা চাই।

পুলিশি সেবা নিশ্চিত ও আইনশৃঙ্খলা উন্নত করতে জেলার প্রত্যেকটা নাগরিকের কাছে সহযোগিতা কামনা করেন এসপি মো. মাহফুজুল ইসলাম।

পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষের মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. সাইফুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন