৭ নভেম্বর ২০২৫

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে নৃত্যরূপ একাডেমির কন্টেম্পরারি নৃত্য কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ

চট্টগ্রাম, নৃত্যরূপ একাডেমি চট্টগ্রামের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী কন্টেম্পরারি নৃত্য কর্মশালার সনদপত্র বিতরণ ও সমাপনী নৃত্যানুষ্ঠান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, ছড়াকার ও নাট্যব্যক্তিত্ব অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রামের সহ-সভাপতি ও প্রাপণ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক অনন্য বড়ুয়া, বাংলাদেশ নৃত্যশিল্পী সংসদের সহ-সভাপতি ও সঞ্চারী নৃত্যকলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক স্বপন বড়ুয়া, এবং অনলাইন বিজনেস এলিগেন্স আর্ট-এর স্বত্বাধিকারী ইশা ধর মনি।

ববি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নৃত্যরূপ একাডেমির প্রতিষ্ঠাতা-প্রশিক্ষক ও কর্মশালার মুখ্য সমন্বয়ক প্রিয়াংকা বড়ুয়া। তিনি বলেন,

“নৃত্যরূপ একাডেমি এই প্রথম চট্টগ্রামে কন্টেম্পরারি নৃত্য কর্মশালার আয়োজন করেছে। বাংলাদেশে ধ্রুপদী নৃত্যের পাশাপাশি কন্টেম্পরারি নৃত্য এখন জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীরা ধ্রুপদী নৃত্যের পাশাপাশি সৃজনশীল ও সমসাময়িক নৃত্যকলায়ও দক্ষ হয়ে উঠুক এবং নৃত্যচর্চার মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নিয়ে যাক।”

অতিথিরা নৃত্যচর্চার এই উদ্যোগকে স্বাগত জানান এবং চট্টগ্রামে নৃত্যকলার বিস্তারে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী কন্টেম্পরারি ধারার মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি জনপ্রিয় কোক স্টুডিওর গান “লং ডিসটেন্স লাভ”-এর সাথে দ্বৈত নৃত্য পরিবেশন করেন মোফাসসাল আলিফ ও প্রিয়াংকা বড়ুয়া।

উল্লেখ্য, চার দিনব্যাপী এই কর্মশালাটি পরিচালনা করেছেন বাংলাদেশের উদীয়মান ও স্বনামধন্য কন্টেম্পরারি নৃত্যশিল্পী এবং আলিফিয়া স্কোয়াড-এর প্রতিষ্ঠাতা পরিচালক মোফাসসাল আলিফ। সহকারী প্রশিক্ষক হিসেবে তাঁর সঙ্গে ছিলেন নৃত্যশিল্পী মোঃ ফাহিম মন্ডল।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ