২৯ অক্টোবর ২০২৫

দক্ষিণ জেলার পর আগামী বছরের শুরুতেই মহানগর আ. লীগের সম্মেলনের ইঙ্গিত

বাংলাধারা প্রতিবেদক »

মেয়াদোত্তীর্ণ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের ইঙ্গিত পাওয়া গেছে। তবে এর আগে, চলতি বছরেই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী বছর ২০২২ সালের শুরুতেই করার ইঙ্গিত পাওয়া যায়।

রবিবার (২০ জুন) চট্টগ্রাম সার্কিট হাউজে দুই দিনের সাংগঠনিক মত বিনিময় সভার এমনই ইঙ্গিত মিলেছে। তবে সেটার স্পষ্ট ঘোষণা আসতে পারে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক টিমের বৈঠকের পর।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘টানা ১২ বছর ক্ষমতায় থাকার কারণে আমাদের অনেকের মাঝে আয়েশি মনোভাব চলে এসেছে। যার ফলে অনেক জেলায় দেখেছি ১৫ ও ২০ বছর হয়ে গেছে, কমিটির কোনও পরিবর্তন নেই।’

এবিএম মহিউদ্দীন চৌধুরীর সভাপতির দায়িত্ব পালনের পর বর্তমান মাহাতাব উদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বের সময় নগরে ও তৃণমূলে বিভিন্ন নির্বাচনে একের পর এক নিরঙ্কুশ বিজয় নিয়ে আসলেও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থা দুর্বল দেখেছেন কেন্দ্রীয় নেতারা।

সার্কিট হাউজে দুই দিনের সাংগঠনিক মত বিনিময় সভার প্রথম দিন

এসময় মাহবুব উল আলম হানিফ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মহিউদ্দীন চৌধুরীর প্রসঙ্গ টেনে বলেন, ‘চট্টগ্রাম থেকে মহিউদ্দিন চৌধুরী দেখিয়েছিলেন আন্দোলন কিভাবে করতে হয় ও ন্যায্য দাবি কিভাবে আদায় করতে হয়। চট্টগ্রামের আন্দোলন সারাদেশে আওয়ামী লীগ নেতাদের অনুপ্রেরণা যুগিয়েছে। যার কারণে চট্টগ্রামে সাংগঠনিক দুর্বলতা আসাটা দুঃখজনক।’

এসময় দলের কেন্দ্রীয় এই নেতা বারবার সংগঠন গোছানোর তাগিদ দিয়েছেন। সংগঠন গোছানোর বিষয়ে তিনি বলেন, ‌‌‌‌‘আমরা ডিসেম্বরে জেলা পর্যায়ের সম্মেলনের উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছি। সে লক্ষ্য নিয়ে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা সম্মেলন করবো। আমরা মহানগরে প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলন আগামি ডিসেম্বরের মধ্যে করতে চাই। সেটা করলে আপনাদের মধ্যে অনেক নেতা আছেন, যারা যথাযথ মূল্যায়ন বা পদোন্নতি পাননি, তারা মূল্যায়ন পাবেন। সম্মেলনের মাধ্যমে সংগঠনে গতিশীলতা আসবে। মূল্যায়ন হওয়ার সুযোগ আসবে। আমরা কাউকে চাপিয়ে দিতে চাই না। আমরা একজন অপরজনের সহকর্মী ও সহযোগী হিসেবে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা দিতে এসেছি। সহায়তা নিয়ে কাজ করলে চট্টগ্রামে সংগঠনের লাভ হবে।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন