১ নভেম্বর ২০২৫

দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের মশাল মিছিল ও মানববন্ধন

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের পটিয়া পৌরসভা থানার মোড় এলাকায় মশাল মিছিল ও মানববন্ধন করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা।

বুধবার (৭ অক্টোবর) বিকেল পাঁচটা থেকে এ সমাবেশ শুরু করে সন্ধ্যা ৬টার দিকে মশাল মিছিল নিয়ে পটিয়া পৌরসভার থানার মোড়, পোস্ট অফিস, মোড় আদালত রোড, ক্লাব রোড, সবুর রোড, ডাকবাংলা মোড়, বাস স্টেশনে মিছিল করে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ ও পটিয়া উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপস্থিত ছাত্র ইউনিয়নের নেতৃবেন্দ তাদের বক্তব্যে দেশজুড়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য সকল জনগণের প্রতি আহ্বান জানান এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ