বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মো. দিদারুল ইসলামকে। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরমেয়র মো. জহুরুল ইসলাম জহুর।
আগামী তিন বছরের জন্য ১০১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪১ জনের নাম ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত আংশিক এ কমিটি ঘোষণার কথা যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন সভাপতি, সাধারণ সম্পাদককে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের কাছে জমা দিতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, গত ২৮ মে পটিয়া আদর্শ স্কুল মাঠে দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাড়ে ৫ মাস পর দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ১৩ জন সহ সভাপতির মধ্যে ১২ জনের নামই ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।