২৪ অক্টোবর ২০২৫

দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন গিয়াস উদ্দিন বেলু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ গিয়াস উদ্দিন বেলু।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২১ মে) চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— অভিভাবক প্রতিনিধি আবদুল হাকিম, শিক্ষক প্রতিনিধি ফাহমিদা হক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক।

গিয়াস উদ্দিন বেলু একজন সুপরিচিত রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী। তিনি চট্টগ্রামের দেয়াং রেস্টুরেন্ট ও লুসাই পার্কের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা-মানবিক কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িত।

বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে গিয়াস উদ্দিন বেলু বলেন, “আমি চেষ্টা করব বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত মানোন্নয়নে কাজ করতে। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উন্নত শিক্ষা পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”

এআরই/এমএম/বাংলাধারা

আরও পড়ুন