১১ নভেম্বর ২০২৫

দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৯০ লিটার চোলাই মদসহ একজন গ্রেফতার

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৯০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে দক্ষিণ রাঙ্গুনিয়ার রাজারহাট বাজার এলাকার সিএনজি স্টেশনের সামনে যাত্রী ছাউনির কাছ থেকে মোঃ খায়রুল ইসলাম (৪৫) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক খায়রুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “আমার এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ