২ নভেম্বর ২০২৫

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার

চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অভিযানে ইয়াবা, গাঁজা, মুঠোফোন ও মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি চৌকস টিম শিলক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি বসতঘরে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৭টি মুঠোফোন ও একটি মোটরসাইকেলসহ মো. শওকত (৪৫) ও মো. দৌলত হোসেন (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন,

“দক্ষিণ রাঙ্গুনিয়া থানার আওতাধীন এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ১ নভেম্বর রাত ১০টার দিকে শিলক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মুঠোফোন ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং দক্ষিণ রাঙ্গুনিয়া এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ