আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে মিরসরাই উপজেলা বিএনপি। এ উপলক্ষে উপজেলা ও দুই পৌরসভা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ছোটকমলদহ বাজারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউল কবির ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দীন সেলিম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, জসিম উদ্দিন, সদস্য পারভেজ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দীন লিটন, সদস্য সচিব জসিম কমিশনার, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ কমিশনার ও সদস্য সচিব কামরুল হাসান লিটন।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মিরসরাই বিএনপি সবসময় ঐক্যবদ্ধ। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নুরুল আমিন, আব্দুল আউয়াল চৌধুরী, শাহীদুল ইসলাম চৌধুরী ও আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা সংগঠিত থাকবে।
সভায় আরও বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
উল্লেখ্য, মিরসরাই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।













