বাংলাধারা প্রতিবেদক »
নগরের দামপাড়া ওয়াসা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।
রবিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মেরিডিয়ান গ্রুপের নির্মাণাধীন বহুতল একটি ভবনে আগুন লাগে।
এদিকে, ভবনটির পাশেই বাংলাদেশ মহিলা সমিতি বালিকা (বাওয়া) উচ্চ বিদ্যালয় ও কলেজ। যার ফলে, আগুন লাগার পরপরই শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আনিসুর রহমান বলেন, ‘ওয়াসা মোড়ের মেরিডিয়ান নামক একটি ভবনের পঞ্চম তলা ভবনের তৃতীয় কি চতুর্থ তলায় আগুন লাগার খবর পেয়ে আমাদের আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এটা বড় ধরনের আগুন তাই আগুন নিয়ন্ত্রণে একটা স্পার্কল গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে।
বাংলাধারা/আরএইচআর