মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এবং অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রবিবার (৪ মে) সন্ধ্যায় নতুন এই মূল্যহার ঘোষণা করে সংস্থাটি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বিইআরসি জানিয়েছে, ভোক্তাপর্যায়ে ১২ কেজি ওজনের একটি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে কমেছে অটোগ্যাসের দামও। লিটারপ্রতি অটোগ্যাসের মূল্য ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে দাম কমেছে ৮৪ পয়সা।
উল্লেখ্য, এপ্রিল মাসে বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে পূর্বের মূল্য ১,৪৫০ টাকাই বহাল রাখে। তারও আগে, মার্চ মাসে দাম ২৮ টাকা কমানো হয় এবং ফেব্রুয়ারিতে ১৯ টাকা বাড়িয়ে সিলিন্ডারের দাম ১,৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করে থাকে।
এআরই/বাংলাধারা‘













