৭ ডিসেম্বর ২০২৫

দাম বাড়ছে সিগারেটের

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাক পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এর অংশ হিসেবে সিগারেট তৈরির কাঁচামাল—বিশেষ করে সিগারেট পেপারের ওপর সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সিগারেটের দাম কাঠামো এই বাজেটে অপরিবর্তিত থাকলেও উৎপাদনে ব্যবহৃত উপকরণে শুল্ক বৃদ্ধির মাধ্যমে দাম বাড়ানোর পরোক্ষ কৌশল নেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও সিগারেটের বিভিন্ন স্তরে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছিল।

বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ধূমপান বা তামাকজাত পণ্য ব্যবহার করেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের কারণে দেশের অর্থনীতিতে প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকার ক্ষতি হয়েছিল, যার মধ্যে রয়েছে চিকিৎসা ব্যয় ও কর্মক্ষমতা হ্রাসের প্রভাব।

সরকার বলছে, এই শুল্ক বৃদ্ধির মূল উদ্দেশ্য হলো তামাক পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করে জনস্বাস্থ্য রক্ষা করা। এই পদক্ষেপ তামাক নিয়ন্ত্রণে সরকারের আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের একটি অংশ বলেও উল্লেখ করা হয়েছে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন