৪ নভেম্বর ২০২৫

দায়িত্বপালনকালে অসুস্থ হয়ে টিএসআই ময়নালের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি »

২৫ডিসেম্বর বড়দিন উপলক্ষ্য এবং অন্যান্য নানা বিষয়ে পর‌্যটকসহ সোমবার থেকে ভিআইপি অনেক গেস্ট কক্সবাজারে অতিথি হয়ে এসেছেন। জনকোলাহলপূর্ণ এ সময়ে যানচলাচল এবং জনদূর্ভোগ কমাতে সড়কে দায়িত্বপালন করছিল ট্রাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) ময়নাল হোসেন (৫৩)। বুধবার বেলা ১টার দিকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর বাজার এলাকার শ্রীপুর এলাকার মৃত আবদুল ওয়াদুদের ছেলে। ১৯৮৪ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদেন। ৩৩ বছরের চাকুরি জীবনে একাধিক পদোন্নতির পর সর্বশেষ তিনি কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে টিএসআই হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) রুমেল বড়ুয়া জানান, বড়দিনসহ নানা কারণে শৃংখলা বাহিনীর ডিউটি বেড়েছে কক্সবাজারে। মঙ্গলবার দিনগত রাতে সার্কিট হাউস রুটে দায়িত্বপালন শেষে বুধবার সকালে আবারো ডিউটিতে দাঁড়ান ময়নাল। সকাল সাড়ে ৮টার দিকে অকস্মাৎ বুকে ব্যাথা অনুভব হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ময়নালকে। সেখানে নেয়ার জন্য সরকারি এ্যাম্বোলেন্সে তোলা হলে বেলা ১২টা ২৩ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি পুলিশ লাইন্স নিয়ে বিকালে প্রথম জানাজা সম্পন্ন করা হয়। পরিবারের লোকজন পৌছালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ পাহারায় বাড়িতে পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে অপর এক সূত্র জানান, আরো ৯ বছর চাকুরির মেয়াদ ছিল ময়নালের। কিন্তু রাত-বিরাতের ডিউটিতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। গেল পুলিশ কল্যাণ সভায় তিনি স্বেচ্ছায় চাকুরি ছেড়ে দেয়ার আকুতি জানালে পুলিশ সুপার তাকে আবেদন করতে পরামর্শও দিয়ে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে কথা দিয়েছিলেন। কিন্তু আবেদন দেয়ার আগেই তিনি পৃথিবী ছেড়ে পরপারের বাসিন্দা হলেন। তবে, সরকারি দায়িত্বপালন কালে এমন মৃত্যুর অধিকারি কম চাকরিজীবীই হন।

এদিকে, তার অকাল মৃত্যু সহকর্মীদের মাঝে শোকের ছায়া ফেলেছে। অনেকে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেদনদায়ক স্ট্যাটাসও দিয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ