১৩ ডিসেম্বর ২০২৫

দারোয়ানকে জিম্মি করে ৫ গরু লুট

চট্টগ্রামের বোয়ালখালীতে ৩ দারোয়ানকে জিম্মি করে ট্রাকে করে নিয়ে গেছে ৫টি গরু। মঙ্গলবার (২৭ জুন) ভোর ৩টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটেছে।

গরুর মালিক আবু তৈয়ব জানান, কোরবানির ঈদ উপলক্ষে শেয়ারে বিক্রির জন্য ২৪টি গরু এনেছিলেন। এর মধ্যে ১৩টি গরু বিক্রি করেছেন। অবশিষ্ট ১১টির মধ্যে ৫টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। গরুগুলোর মূল্য প্রায় ৮ লাখ টাকা।

তিনি বলেন, ‘গরুগুলোর পাহারায় থাকা নিজস্ব দুই দারোয়ান ও বেঙ্গুরা বাজারের দারোয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে ভোর ৩টার দিকে গরুগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় দারোয়ানদের মারধর করেছে তারা।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, গরুগুলো রাস্তার পাশে রেখেছিলো। এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি।তারপরও আমরা খোঁজ খবর নিচ্ছি।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ