খাগড়াছড়ি প্রতিনিধি»
পার্বত্য খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় লাইসেন্স বিহীন করাত কল (স-মিল) পরিচালনার দায়ে ২টি করাত কলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৩১ অক্টোবর )দুপুরের দিকে দিঘীনালা উপজেলার মেরুং রেঞ্জের আওতায় ৩টি অবৈধ করাত কলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দিঘীনালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এসময় মেরুং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো:মতিউর রহমান উপস্হিত ছিলেন।
দিঘীনালা মেরুং রেঞ্জ কর্মকর্তা মো:মতিউর রহমান জানান,মেরুং রেঞ্জের আওতায় ৩টি করাত কলে করাত কল (লাইসেন্স) না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছোট্র মেরুং ফয়জুর রহমান স-মিলকে ১০হাজার টাকা বেতছড়ি বাঁচা মেরুং শফিক স-মিল কে ৫হাজার টাকা জরিমানা সহ করাত কলের যন্ত্রপাতি জব্দ করেন।অপরদিকে জামতলি বাঙালি পাড়া এলাকার শাহ আলম স-মিল করাত কল (লাইসেন্স) না থাকায় বনবিভাগের নোর্টিশের কারনে দীর্ঘদিন বন্ধ করাত কলটি সহ ৩টি করাত কলকে সিলগালা করে দেন। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দিঘীনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
করাত কল গুলো হলো- দিঘীনালা উপজেলার মেরং ইউনিয়নের ছোট্র মেরুং আনসার ক্যাম্প এলাকায় ফয়জুর রহমান স-মিল, বেতছড়ি বাঁচা মেরুং এলাকায় শফিক স-মিল,জামতলী বাঙালি পাড়া এলাকায় শাহ আলম স-মিল,।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ, আনসার সদস্যও বনবিভাগের কর্মকর্তা গন উপস্হিত ছিলেন।
দিঘীনালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, করাত কল বিধিমালা-২০১২ অনুযায়ী অবৈধ করাত কলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দিঘীনালা উপজেলার ৩টি করাত কলকে সিলগালা করে দেওয়া হয়েছে ভবিষৎতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এফএস













