জসিম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি »
পার্বত্য খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়ি বাসির যোগাযোগের ব্যবস্থা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর অবসান হলো।
খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নটি রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী উপজেলা হওয়াতে এলাকাবাসীর দীর্ঘ আকাঙ্ক্ষিত স্বপ্ন পুরণ হয়েছে। স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে যাচ্ছে মেরুং বাজার সংলগ্ন মাইনি নদীর উপর আরসিসি ৬০মিটার গার্ডার ব্রিজ।
স্থানীয়রা জানান, বহু প্রতীক্ষিত এ ব্রিজটি নির্মাণ কাজ সম্পন্ন হলে কৃষি ক্ষেত্রে তথা স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের এবং যানবাহন পারাপারের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের শেষপ্রান্তে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বাজার বর্তমানে মারিশ্যা বাজার থেকে মেরুং হাজাছড়া মাইনি নদী পর্যন্ত ইটের সলিং রাস্তা সম্পন্ন হয়েছে প্রতিদিন মারিশ্যা থেকে মেরুং হাজাছড়া-মারিশ্যা সড়কে শতশত মানুষ মোটরসাইকে যোগে মেরুং -দিঘীনালা সড়ক দিয়ে চট্রগ্রাম- ঢাকা প্রতিনিয়ত যাচ্ছে। মেরুং হাজাছড়া মাইনি নদীর উপর ব্রিজটি দ্রুত নির্মিত হলে দুই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্হার সেতুবন্ধন তৈরী হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স এর মাধ্যমে মেরুংবাজার থেকে হাজাছড়া সড়কের আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ বর্তমানে দ্রুতগতিতে চলছে বলে জানিয়েছেন দিঘীনালা উপজেলা প্রকৌশলী মো: রাজু আহমেদ।

দিঘীনালা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উপজেলা প্রকৌশলী মো: রাজু আহমেদ জানান, মেরুং ইউনিয়নের মাইনি নদীর উপর প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে এই গার্ডার ব্রিজটি। বর্তমানে ব্রিজের তিনটি স্প্যানের মধ্যে দুটি স্প্যান স্থাপন হয়েছে। মাঝখানের স্প্যানটি পানির জন্য করা যাচ্ছে না। পানি কমলে দ্রুত সময়ের মধ্যে সেটিও সম্পন্ন হবে। তিনি ২০২১ সালের ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণাধীন ব্রিজটির কাজ সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দিঘীনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. কাশেম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার সারাদেশের মতো পার্বত্য খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলাতে ব্যাপক উন্নয়ন হয়েছে স্কুল, কলেজ, রাস্তা, ব্রিজ, কালভাট, মসজিদ, মন্দিরসহ অনেক সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। মেরুং ইউনিয়নের মেরুং বাজার সংলগ্ন মাইনি নদীর উপরে আরসিসি গার্ডার ব্রিজটি নির্মাণ হলে বদলে যাবে মেরুং ইউনিয়ন সহ বাঘাইছড়ি উপজেলার মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে বলে মন্তব্য করেন।
তিনি আরো বলেন, সরকার দেশের প্রত্যন্তঞ্চলে অনেক উন্নয়ন করেছেন। মেরুং বাজার সংলগ্ন মাইনি নদীর উপরে ব্রিজটি নির্মিত হলে মারিশ্যা উপজেলার সাথে দিঘীনালা উপজেলার জনসাধারণের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এবং ব্যবসা-বাণিজ্যের নবদিগন্তের দ্বার উম্মোচিত হবে।
বাংলাধারা/এআই













