১০ ডিসেম্বর ২০২৫

দিনেও জ্বলে নগরীর সড়কবাতি

বাংলাধারা প্রতিবেদন »

দিনের বেলায়ও জ্বলছে চট্টগ্রাম নগরীর সড়কবাতি। আজ দুপুর ১২টায় নগরীর লালখান বাজার সড়কের উভয় পাশে সড়কবাতিগুলো এভাবে জ্বলতে দেখা গেছে। এই সময়ে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে অথচ দিনের বেলায়ও জ্বলছে এই সড়কবাতি, যা দেখে পথচারিরাও ক্ষোভ প্রাকশ করছে। পথচারিদের ভাষ্যমতে, ‘এই গরমে লোডশেডিংয়ের কারণে রাতে ঘুমানো যায় না, অথচ এদিকে দিনের বেলায়ও সিটি করপোরেশনের বাতি জ্বলছে। অপচয় হচ্ছে বিদ্যুত।’

মঙ্গলবার (১৯ মে ) নগরীর লালখান বাজার রাস্তায় দিনের বেলাতেও জ্বলতে দেখা যায় রোডলাইট। যা বিদ্যুত তথা রাষ্ট্রীয় সম্পদের আপচয়।

বিদ্যুৎ রাষ্ট্রীয় সম্পদের মধ্যে অন্যতম একটি সম্পদ। দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সরকার বিদ্যুৎ উৎপাদনে নানা পদক্ষেপ গ্রহণ করছে। বিদ্যুতের ওপর দেশের অর্থনীতি অনেকাংশে নির্ভর করে। কিন্তু বর্তমানে যে হারে বিদ্যুৎ বিভ্রাট দেখা যাচ্ছে, এর ফলে আমাদের অর্থনীতির মুখ থুবড়ে পড়তে পারে।

লাগামহীন বিদ্যুৎ অপচয় বিদ্যুৎ বিভ্রাটের বড় একটি কারণ। সরকার বিদ্যুৎ উৎপাদনে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয় করছে। তারপরও পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সরবরাহের অভাবে অর্থনীতিতে একদিকে যেমন নেতিবাচক প্রভাব ফেলছে, অন্যদিকে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

বিদ্যুৎ আইন-২০১৮ তে বলা আছে, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন বা বিতরণ কাজে নিয়োজিত কোন সরকারি অথবা বেসরকারি কোন সংস্থা, কোম্পানি বা প্রতিষ্ঠানের কোন কর্মচারী আইনে বর্ণিত কোন অপরাধ করেন বা অপরাধ সংঘটনের সহিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকেন বা অপরাধ সংঘটনে সহায়তা, ষড়যন্ত্র বা প্ররোচনা প্রদান করেন, তাহা হইলে তিনি উক্ত অপরাধের জন্য নির্দিষ্টকৃত দণ্ডে দণ্ডনীয় হইবেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন