৪ নভেম্বর ২০২৫

দিয়াকুল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি নজরুল

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল সানোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধন করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি।

শুক্রবার (১০ মার্চ) বেলায় ১২টায় বিদ্যালয় মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

নবনির্মিত ৪তলা ভবন উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজিত সুধী সমাবেশে গভর্নিং বডির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য লোকমান হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, দাতা সদস্য মীর কাশেম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. নবাব আলী, বিলুপ্ত দোহাজারী ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, দোহাজারী আফজাল সওদাগর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দোহাজারী যুবলীগের আহবায়ক মনসুর আলী ফয়সাল প্রমুখ।

এ ছাড়া সুধী সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন