২৪ অক্টোবর ২০২৫

দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে চবি ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

চবি প্রতিনিধি »

ভারতের নাগরিক আইন ‘সিএএ’ ও ‘এনআরসি’ বিরোধী আন্দোলনকারীদের ওপর উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সমর্থকদের সাম্প্রদায়িক হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ।

রোববার (১ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার হয়ে বিভিন্ন অনুষদ ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এসময় বক্তারা সাম্প্রতিক সময়ে দিল্লিতে সংগঠিত সাম্প্রদায়িক হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে সাম্প্রদায়িক বিজেপি তথা মোদী সরকারকে এর জন্য দায়ী করেন।

চবি সংসদের সাধারণ সম্পাদক আশরাফী নিতুর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চবি সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আবীর এইচ তিতাস এবং সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন