২৮ অক্টোবর ২০২৫

দি নাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন সম্পন্ন

বাংলাধারা ডেস্ক »

দি নাগরিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ এর ২০২১-২০২৪ সালের নির্বাহী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। জেলা সমবায় অফিসের তত্তাবধানী সম্পন্ন

শনিবার (২১ আগস্ট) জেলা সমবায় অফিসের তত্তাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইফুদ্দীন খালেদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজিমুদ্দীন শ্যামল। এছাড়া, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আজম খান।

পরিচালকবৃন্দ যথাক্রমেঃ মোঃ নুরুল হক, মোঃ মীর হোসাইন খান, মোঃ হেলাল মুজিব, মোঃ শওকত হোসেন চৌধুরী, মোস্তফা তারিক মাহমুদ পাভেল, নুর মোহাম্মদ, মইনুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াছ এবং মোহাম্মদ আবদুস সামাদ।

জেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ সামসুদ্দিন ভূঁইয়া সকলের উপস্থিতিতে নির্বাচনের ফলফল ঘোষণা করেন। এই নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিমেল দে ও মোহাম্মদ ওছমান গনি উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সন্ধ্যা ৬ টায় সাবেক ও বর্তমান কমিটির সভাপতি মোঃ সাইফুদ্দীন খালেদের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন