খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মোঃ হানিফ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রবাস এলাকার গাছ থেকে লাশ করে দীঘিনালা থানা পুলিশ। মৃত মো.হানিফ উপজেলার একই এলাকার জালাল উদ্দিন মীরের ছেলে।
জানা যায়, স্থানীয় ইসলাম শিবির কবরস্থানের পাশে জামগাছের ডালে গলায় দড়িতে পেঁচানো অবস্থায় মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের অন্তঃসত্ত্বা স্ত্রী মুন্নি আক্তার বলেন, ‘আমাদের সঙ্গে শত্রুতা বা দ্বন্দ্ব ছিল না। আমার স্বামী আনসার ভিডিপির সদস্য ছিলেন। গতকাল রবিবার বিকেল থেকে তিনি নিখোঁজ। আজ সকালে গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, আমারা তথ্য পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে।