৩১ অক্টোবর ২০২৫

দীঘিনালায় মরদেহ উদ্ধার

বাংলাধারা প্রতিবেদন »

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার খামার পাড়ার উদাল বাগান এলাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম- শহিদুল ইসলাম (৪৫)। মৃত শহিদুল দীঘিনালার থানা পাড়া এলাকার বাসিন্দা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খামার পাড়ার উদাল বাগান এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন