৩ নভেম্বর ২০২৫

দীঘিনালায় সন্ত্রাসীর এলোপাথাড়ি গুলিতে গৃহবধু নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বাবুছড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে মোর্শেদা বেগম (৪০) নামে এক গৃহবধু মারা গেছেন।

শুক্রবার দিনগত রাত আনুমানিক দেড়টায় এই ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছে তার ছেলে মো. আহাদ (১০)।

নিহত মোর্শেদা বেগম আব্দুল মালেকের স্ত্রী। আব্দুল মালেক স্থানীয় ভূমিরক্ষা কমিটির সভাপতি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব জানান, সন্ত্রাসীরা গভীর রাতে আব্দুল মালেকের ঘর লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে মোর্শেদা ও তার ছেলে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন। মো. আহাদ এখনো স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় কারা জড়িত থাকতে পারে তা এখনো জানা যাচ্ছে না।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন