খাগড়াছড়ি প্রতিনিধি»
খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করেছে প্রশাসন। জেলার দীঘিনালা উপজেলার ঝুড়ঝুড়ি পাড়া আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা স্বর্ণা। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গতরাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা। ঘটনার সত্যতা পেয়ে পাহাড় কাটার অভিযোগে আব্দুর রহমান মেম্বার, নজরুল ইসলাম, মো. আলমগীর এবং খলিল নামের ৪ জনকে দুই লক্ষ টাকা অর্থদন্ডসহ অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ইউএনও। এসময় ঘটনাস্থল থেকে একটি ট্রাক আটক করে জব্দ করা হয়। সেখানে আরো ৬টি ট্রাক এবং একটি স্কেভেটার আছে রয়েছে। অভিযানের সময় চালকরা পালিয়ে যাওয়ায় সেগুলো তাৎক্ষণিক জব্দ করে আনা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা স্বর্ণা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আঁধারে পাহাড়ের মাটি কেটে স্থানীয় মেরুং বাজারের একটা এলাকায় নিচ্ছিলো অভিযুক্তরা। অনুমতি না থাকায় তাদের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ১৫ ধারার বিধান মতে জরিমানা করা হয়েছে।













