বাংলাধারা প্রতিবেদন »
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটইজার, সর্তকতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
এ কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক ওয়াহেদ বুলবুল অর্পণসহ সংগঠনের অন্যান্য নেতকর্মীরা।
ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি কাজিম উদ্দিন বলেন, করোনাভাইরাসের প্রকোপে সবচেয়ে অসহায় অবস্থায় আছেন দিনমজুর ও হতদরিদ্ররা। তাদের পাশে দাড়ানোর জন্যই আমাদের বর্তমান কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছি। আমাদের কাজের এ ধারা সামনেও অব্যাহত থাকবে। মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে পারার মাঝেই আসল মনুষ্যত্ব প্রকাশ পায়। যার যার স্থান থেকে সবাইকে এগিয়ে আশার আহবান থাকবে। তার এ বক্তব্যের সাথে একমত পোষণ করেন সাধারণ সম্পাদক ওয়াহেদ বুলবুল অর্পণ।
বাংলাধারা/এফএস/টিএম/ইরা













