২৮ অক্টোবর ২০২৫

দুঃস্থ পরিবারের মাঝে সেনা প্রধানের পক্ষে ঈদ উপহার বিতরণ

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনার আলোকে দরিদ্র কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। এরই প্রেক্ষিতে আজ বুধবার (২৯ জুলাই) তারা নগরীর ওয়ারলেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে ৪০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে।

জানা গেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে আসন্ন ঈদ উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে শুকনো খাবার, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

টহল কমান্ডার (পিএসসি) লে. কর্নেন মোহাম্মদ মাহাবুবুর রহমান জানান, সেনাবাহিনী প্রধানের দেওয়া এই ঈদ উপহার এই এলাকার দুস্থ ও গরিব অসহায় মানুষের কিছুটা সচ্ছলতা ও আনন্দ বয়ে আনবে।

ভবিষ্যতেও এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে ১১ হাজার ৮শ’ ৩৩ প্যাকেট শুকনো খাবার, ৬ হাজার ৮০৯ টি মাস্ক, ১ হাজার ৬০ টি হ্যান্ড স্যানিটাইজার, ৭৫ টি পিপিই এবং ২ লাখ ২০ হাজার টাকা বিতরণ করেছে সেনাবাহিনী।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন