বাংলাধারা প্রতিবেদক »
নগরীতে অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক কাঁচা-পাকা দোকান ও ঘর উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দেওয়ানহাট ওভারব্রীজের নীচে এ অভিযান পরিচালনা করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চোধুরী জানান, চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অভিযানে নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট ওভার ব্রীজের নীচ থেকে প্রায় দুই শতাধিক কাঁচা-পাকা দোকান ও ঘর উচ্ছেদ করে অবৈধ দখলমুক্ত করা হয় বলে জানান তিনি।
এ সময় সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম অভিযান অংশ নেন। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র্যাব, ডবলমুরিং থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।
বাংলাধারা/এসআরটি












