৩০ অক্টোবর ২০২৫

দুদকের মামলায় ডা. শরফরাজ খানকে কারাগারে প্রেরন

বাংলাধারা প্রতিবেদন »

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরীকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত-১ এর বিচারক শেখ আশফাকুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ জানান, হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে ৯ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক সিভিল সার্জন নিম্ন আদালতে আত্মসমর্পনের শর্তে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন। মেয়াদ শেষে গত সপ্তাহে তিনি চট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

দুদকের দায়ের করা মামলায় অন্য আসামিরা হলেন আবদুর রব, মঈন উদ্দিন মজুমদার ও বিজন কুমার নাথ এবং জাহেদ উদ্দিন সরকার, মুনশি ফারুক হোসেন ও আফতাব আহমদ। এদের মধ্যে প্রথম তিনজন চিকিৎসক আর অন্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাটি করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন