১১ নভেম্বর ২০২৫

দুধে ঘুমের ওষুধ মিশিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ আটক

ফটিকছড়ি প্রতিনিধি »

ফটিকছড়িতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আবু তাহের (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ওই ব্যক্তি দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে শিশুটিকে ধর্ষণ করেছে বলে অভিযোগ এলাকাবাসীর।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ এলাকার লোকজন তাকে ধরে বেঁধে রেখে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ এসে অভিযুক্ত তাহেরকে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, আটক মোহাম্মদ তাহের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তারাখোঁ গ্রামের মৃত ফজর আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক। এর আগেও তার বিরুদ্ধে চুরি, ডাকাতির মতো ঘটনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে। তবে বেশ কয়েক বছর ধরে তাবলীগ জামাতে সক্রিয় হয়ে যান। ভুক্তভোগী শিশুটির বাড়িও একই এলাকায়। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ে।

আরও জানা যায়, ধর্ষণের শিকার শিশু বাড়িতে মায়ের সাথে থাকতেন। বাড়িতে পুরুষ না থাকায় অভিযুক্ত তাহের নিয়মিত তাদের বাজার করে দিতেন। বুধবারের বাজারে তাদের জন্য গরুর দুধও আনা হয়। তাহের সেই দুধের সাথে কৌশলে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেন। রাতে সে দুধ খেলে মা ও মেয়ে অচেতন হয়ে পড়লে এ সুযোগে তাহের টিন কেটে এই ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাহেরকে আটক করে পুলিশে খবর দেন।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রেরের ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) নাজমুল কবির বলেন, ‘ধর্ষণের অভিযোগে আবু তাহের (৫৫) নামে এক ব্যক্তিকে এলাকার লোকজন আটক করে আমাদের খবর দেয়। পরে সেখানে গিয়ে আমরা অভিযুক্ত আবু তাহেরকে থানায় নিয়ে আসি। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা হয়েছে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ