২৯ অক্টোবর ২০২৫

দুধ বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসা, অতঃপর পুলিশের জালে ধরা

বাংলাধারা প্রতিবেদন »

মো. জসিম (৪৩)। দুধ বিক্রেতা। তাই এলাকায় দুধ জসিম নামেই পরিচিত। কিন্তু তিনি দুধ বিক্রির আড়ালে ইয়াবাও বিক্রি করে থাকে। এবার পুলিশের জালে ধরা পড়তে হলো তাকে।

জানা যায়, মঙ্গলবার (১৫ জুন) নগরীর ডবলমুরিং থানার সুপারীওয়ালাপাড়া থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেফতার দুধ জসিম কর্ণফুলী থানার চরলক্ষ্যা লইট্টার চর এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।

ওসি মহসীন বলেন, জসিম সুপারীওয়ালাপাড়ার চিহ্নিত মাদক বিক্রেতা। তাকে গ্রেফতারের পর শরীর তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে পাইকারি দরে ইয়াবা কিনে সুপারিওয়ালাপাড়ায় খুচরা বিক্রি করে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে তিনি স্থানীয় পাইকারি বিক্রেতাদের নাম প্রকাশ করেছে। জসিমের বিরুদ্ধে মাদক আইনে দুইটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মাদক আইনে মামলা করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন