১০ নভেম্বর ২০২৫

দুবছর পর ফিরছে বলীখেলা ও মেলা, কড়া অবস্থানে পুলিশ

বাংলাধারা প্রতিবেদক »

দীর্ঘ দুই বছর পর নগরীর লালদীঘির পাড়ে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলার ১১৩ তম আসর। পাশাপাশি বসছে বৈশাখী মেলাও। আর এই বলিখেলা ও বৈশাখী মেলাকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তার বিধানে নানা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।এছাড়াও থাকবে নিয়মিত দায়িত্বরত পুলিশ সদস্যের বাইরে অতিরিক্ত ফোর্স, গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় এক বিশেষ প্রেস ব্রিফিং এ সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) জসিম উদ্দিন এসব তথ্য জানান।

তিনি আরও জানান,মেলা উপলক্ষে ইতোমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পুরো মেলা এলাকা সিসিটিভির আওতায় থাকবে। মেলাকে ঘিরে যাতে কোনো ধরণের চাঁদাবাজি না হয়, সেজন্য মেলা কমিটির সাথে সমন্বয় করে কাজ চলছে।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী মেলা কমিটির সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আমিনুল ইসলাম, কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বক্তৃতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম, পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার ও কোতোয়ালী থানার পেট্রোল ইন্সপেক্টর শামসুদ্দিন। ব্রিফিং শেষে  আগত সাংবাদিকদের সাথে ইফতার করেন পুলিশ সদস্যরা।

আরও পড়ুন